নিজস্ব প্রতিবেদক।। আজ ৩১ মে বরিশাল জেলায় নতুন করে আরো ৪০ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলার ০২ জন, বানারীপাড়া উপজেলার ০১ জন, মুলাদী উপজেলার ০১ জন, বাবুগঞ্জ উপজেলার ০১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০২ জন ইন্টার্ন চিকিৎসক, ০৩ জন নার্স ও ০২ জন রেজিস্টারসহ ০৭ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০৬ জন ও জেলা পুলিশের ০১ জন, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত বাজার রোড এলাকার ০৪ জন, সাগরদি এলাকার ০৩ জন, নথুল্লাবাদ ও রুপাতলি প্রত্যেক এলাকার ০২ জন করে ০৪ জন, চকবাজার, সদর রোড, কাঠপট্টি, আমানতগঞ্জ, চরের বাড়ি, নাজির মহল্লা, ভাটিখানা, কাউনিয়া ও পুলিশ লাইন প্রত্যেক এলাকার ০১ জন করে ০৯ জন ও সদর উপজেলাধীন চর আইচা এলাকার ০১ জনসহ মোট ৪০ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ৪০ জনসহ এ জেলায় ৩১৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ ৩১ মে এ জেলায় করোনা থেকে কেউ সুস্থতা লাভ করেনি। গত ২৬ মে আরোগ্য লাভ করা ০২ জনসহ মোট ৪৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গত ১২ এপ্রিল থেকে বাবুগঞ্জ উপজেলায় ১৩ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও ছাত্রসহ ২৫৬ জন, উজিরপুর উপজেলায় ১১ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১২ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ০৬ জন, হিজলা উপজেলায় ০৪ জন, বানারীপাড়া উপজেলায় ০৬ জন, মুলাদী উপজেলায় ০৫ জন, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার প্রত্যেকটিতে ০৩ জন করে মোট ৩১৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ ৩১ মে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০২ জন ইন্টার্ন চিকিৎসক, ০৩ জন নার্স ও ০২ জন রেজিস্টারসহ মোট ০৭ জন স্বাস্থ্য বিভাগের ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ১৫ জন চিকিৎসক (ইন্টার্ন চিকিৎসক ০৬ জন), ২০ জন নার্স, ০২ জন রেজিস্টার, ০১ জন নার্স সুপারভাইজার, ০১ জন মেডিকেল টেকনলজিস্ট, ০১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক, ০১ জন স্টোরকিপার, ০১ জন ড্রাইভার, ০৩ জন স্টাফসহ সর্বমোট ৪৫ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।