দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ৪০ জনের মৃত্যুর রেকর্ড

দেশ জনপদ ডেস্ক | ১৫:৩৬, মে ৩১ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ।। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৪০ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ২৫৪৫ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৫০ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৪৭ হাজার ১৫৩ জন। আজ রবিবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ৪০ জনের মৃত্যু হয়েছে। এঁরা ৩৩ জন পুরুষ এবং সাতজন নারী। এঁদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৫০ জনের। জানানো হয়, নতুন যে ৪০ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ২৮ জন, চট্টগ্রাম বিভাগের আটজন, খুলনা  বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের একজন এবং রংপুর বিভাগের একজন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন। গেল ২৪ ঘণ্টায় দেশে মোট নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ২২৯টি। এর মধ্যে পরীক্ষা হয়েছে ১১ হাজার ৮৭৬টি নমুনা এবং শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৪৫ জন। করোনা পরীক্ষায় নতুন করে দুইটি ল্যাব সংযোজিত হয়েছে। ল্যাব দুটি হলো রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও ডিএনএ সলিউশন লিমিটেড, ঢাকা। এ নিয়ে করোনা পরীক্ষায় এখন মোট ল্যাবের সংখ্যা ৫২। গত ২৪ ঘণ্টায় এই ৫২টি ল্যাবে উল্লেখিত নমুনা পরীক্ষা সম্পন্ন হয়।