এসএসসির ফল প্রকাশ, সারা দেশে পাসের হার ৮২.৮৭

দেশ জনপদ ডেস্ক | ১২:০৩, মে ৩১ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ।। আজ (রোববার ৩১ মে) সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি সেখানে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি, শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারা দেশে পাসের হার ৮২.৮৭ এবং সারাদেশে জিপিএ-ফাইভ পেয়েছে ১,৩৫,৮৯৮ জন। ঢাকা বোর্ডে পাসের হার ৮২.৩৪ এবং জিপিএ-ফাইভ পেয়েছে ৩৬,০৪৭। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮০.১৩, জিপিএ ফাইভ ৭৪৩৪। যশোর বোর্ডে পাসের হার ৮৭.৩১, জিপিএ-ফাইভ ১৩৭৬৪। কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫.২২, জিপিএ-ফাইভ ১০,২৪৫। রাজশাহী বোর্ডে পাসের হার ৯০.৩৭, জিপিএ-ফাইভ ২৬১৬৭। সিলেট বোর্ডে পাসের হার ৭৮.৭৯, জিপিএ-ফাইভ ৪২৬৩। দিনাজপুর বোর্ডে পাসের হার ৮২.৭৩, জিপিএ-ফাইভ ১২০৮৬। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৫১। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭২.৭০। বরিশাল বোর্ডে পাসের হার ৭৯.৭০, জিপিএ-ফাইভ ৪৪৮৩। বরিশাল বোর্ডে এবার গত বছরের চেয়ে পাশের হার এবং জিপিএ-৫ দুটোই বেড়েছে। গতবছর  (২০১৯) সালে পাশের হার ছিল ৭৭.৪১ আর জিপিএ-৫ পেয়েছিল ৪১৮৯ জন। বরিশাল বোর্ডে ছেলেদের চেয়ে পাশের হারে এবং জিপিএ-৫ উভয় দিকে এবার এগিয়ে মেয়েরা। পাশের দিকে মেয়েদের শতকরা হার ৮২ দশমিক ৬৭ আর ছেলেরা ৭৬ দশমিক ৭২। এদিকে জিপিএ-৫ এ মেয়েদের সংখ্যা ২ হাজার ৩’শ ৭৪টি আর ছেলেরা পেয়েছে ২ হাজার ১’শ ৯টি। এবার বরিশাল বোর্ডে মোট পরীক্ষায় অংশগ্রহন করেছিল ১ লাখ ১২ হাজার ৪’শ ৩৬ জন। আর পাশ করেছে ৮৯ হাজার ৬’শ ১৬ জন।