বরিশালে একদিনে সর্বোচ্চ ৪৯ জনের করোনা শনাক্ত,মোট আক্রান্ত ২৭৯

দেশ জনপদ ডেস্ক | ২২:৫৪, মে ৩০ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। আজ ৩০ মে বরিশাল জেলায় নতুন করে একদিনে সর্বোচ্চ ৪৯ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বরিশাল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ১ জন, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের ০১ জন ড্রাইভার, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০২ জন নার্স ও ০২ জন স্টাফ, শের-ই-বাংলা মেডিকেল কলেজের ০১ জন স্টাফসহ স্বাস্থ্য বিভাগের মোট ০৭ জন, বরিশাল সিটি কর্পোরেশন এর বিভিন্ন এলাকার মোট ৩৫ জন। এর মধ্যে রুপাতলি এলাকার ০৪ জন, পুলিশ লাইন, ব্রাউন কম্পাউন্ড, বটতলা ও ভাটিখানা প্রত্যেকটি এলাকার ০৩ জন করে ১২ জন, কাউনিয়া ও চকবাজার প্রত্যেকটি এলাকার ০২ জন করে ০৪ জন, নাজির মহল্লা, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, আলেকান্দা, নিউ সার্কুলার রোড, সাগরদী, আমানতগঞ্জ, টাউন হল, নতুন বাজার, তিলক কলাডেমা, কাঠপট্টি, চাঁদমারি, পদ্মাবতি রোডের প্রত্যেক এলাকার ০১ জন করে ১২ জন ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০৩ জন সদস্য। এছাড়াও জেলা পুলিশের ০২ জন সদস্য, বরিশাল সদর উপজেলাধীন সাহেবেরহাট, শায়েস্তাবাদ ও চরমোনাই ইউনিয়নে ০১ জন করে ০৩ জন, বাকেরগঞ্জ উপজেলার ০১ জন ও বানারীপাড়া উপজেলার ০১ জনসহ মোট ৪৯ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। আজ শনাক্ত হওয়া ৪৯ জনসহ এ জেলায় ২৭৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ ৩০ মে এ জেলায় করোনা থেকে কেউ সুস্থতা লাভ করেনি। গত ২৬ মে আরোগ্য লাভ করা ০২ জনসহ এ জেলায় মোট ৪৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উল্লেখ্য, গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ১২ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ২২১ জন, উজিরপুর উপজেলায় ১১ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১০ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ০৬ জন, হিজলা উপজেলায় ০৪ জন, বানারীপাড়া উপজেলায় ০৫ জন, মুলাদী উপজেলায় ০৪ জন, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার প্রত্যেকটিতে ০৩ জন করে মোট ২৭৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।