নিজস্ব প্রতিবেদক।। আজ ২৯ মে বরিশাল জেলায় নতুন করে আরো ২২ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলার ০২ জন, বানারীপাড়া উপজেলার ০১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত চাঁদমারি এলাকার ০৩ জন, রুপাতলি এলাকার ০২ জন, আলেকান্দা, আমতলা, ভাটিখানা, নাজির মহল্লা প্রত্যেক এলাকার ০১ জন করে ০৪ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০৯ জন সদস্য ও ০১ জন পরিবারের সদস্য সহ মোট ২২ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ২২ জন সহ এ জেলায় অদ্যাবধি ২৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ ২৯ মে এ জেলায় করোনা থেকে কেউ সুস্থতা লাভ করেনি। গত ২৬ মে আরোগ্য লাভ করা ০২ জন সহ অদ্যাবধি এ জেলায় মোট ৪৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এদিকে গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ১২ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১৭৪ জন, উজিরপুর উপজেলায় ১১ জন, বাকেরগঞ্জ উপজেলায় ০৯ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ০৬ জন, হিজলা, বানারীপাড়া ও মুলাদী উপজেলার প্রত্যেকটিতে ০৪ জন করে, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার প্রত্যেকটিতে ০৩ জন করে মোট ২৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।