বরিশালে যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক | ২২:০২, জানুয়ারি ২৭ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : যৌথ বাহিনীর অভিযানে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ও তার একমাত্র ছোটভাই সলিল গুহ পিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের বাড়ি থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, দেশি ও বিদেশি অবৈধ মদ, ৫৭টি চেক বই এবং তিনটি ককটেল উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। জানা গেছে, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে একটি যৌথ আভিযানিক দল উপজেলার বিল্লগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু এবং তার তার ছোট ভাই উপজেলা যুবলীগের সদস্য সলিল গুহ পিন্টুকে আটক করা হয়। এ সময় তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, দেশি ও বিদেশি অবৈধ মদ, ৫৭টি চেক বই এবং তিনটি ককটেল (হাতবোমা) উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আটককৃতদের গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল।