বরিশালে গুলিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক | ২১:৩৩, জানুয়ারি ২৫ ২০২৬ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে রায়হান ফকির নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে গৌরনদী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কসবা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রায়হান পৌর যুবলীগের সদস্য ও কসবা গ্রামের বাসিন্দা। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল কালবেলাকে বলেন, রায়হানকে ১০৩ পিস ইয়াবা ও ১৮০ রাউন্ড এয়ারগানের গুলিসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।