তারেক রহমানের বরিশালে আগমনের সময় পরিবর্তন

দেশ জনপদ ডেস্ক | ২০:৪৫, জানুয়ারি ২৪ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল নির্বাচনী জনসভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত তারিখের একদিন পর আগামী ২৭ জানুয়ারি বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে জনসভার নির্ধারিত স্থান বেলস পার্ক মাঠ পরিদর্শন শেষে এ তথ্য জানান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং বরিশাল সদর আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, প্রায় দুই দশক পর বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বরিশালে আসছেন, যা বরিশালের রাজনীতিতে একটি বিশেষ গুরুত্ব বহন করে। তার আগমনকে কেন্দ্র করে জেলা ও মহানগর বিএনপিসহ দলের সব অঙ্গ সংগঠনের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই নেতাকর্মীদের নিয়ে জনসভার মাঠ পরিদর্শনে আসা হয়েছে। মজিবর রহমান সরোয়ার আরও বলেন, একজন দলীয় চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের বরিশালে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়া আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। নির্বাচন পরিচালনা এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নয়ন ভাবনার ধারাবাহিকতা বজায় রাখতেই তারেক রহমান বরিশালে আসছেন। পূর্বে নির্ধারিত ২৬ জানুয়ারির পরিবর্তে এখন তার সফরসূচি নির্ধারণ করা হয়েছে ২৭ জানুয়ারি। তাকে স্বাগত জানাতে যুবক, ছাত্রসমাজসহ স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামানো হচ্ছে। এ উপলক্ষে মিছিল, সভাসহ সার্বিক প্রস্তুতি চলছে বলে জানান তিনি। জনসভার মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদারসহ দলের বিভিন্ন স্তরের নেতারা। উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। দীর্ঘ বিরতির পর এবার দলের চেয়ারম্যান হিসেবে তার বরিশাল সফরকে ঘিরে বিএনপির স্থানীয় রাজনীতিতে নতুন গতি ও মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।