মির্জাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ ৪ কিশোর গ্রেপ্তার
এ.এ.এম হৃদয়|২০:৫৬, জানুয়ারি ২৩ ২০২৬ মিনিট
পটুয়াখালীর মির্জাগঞ্জে ইয়াবা কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে চার কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মোঃ সাজিদ হোসেনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পরিত্যক্ত ভবনের সামনে মাদক কেনাবেচা হচ্ছে—এমন খবরে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী।
সেখান থেকে পালানোর সময় মোঃ আতিক সিকদার (১৭) ও মোঃ জিসান খানকে (১৭) ২ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সুবিদখালী স্টিল ব্রিজের নিচ থেকে বিক্রেতা রাকিব মুন্সি (৩১) ও মোঃ মেহেদী হাসান শান্ত গাজীকে (২৩) আরও ২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
মোঃ আতিক সিকদার উত্তর সুবিদখালীর শহিদ সিকদারের,মোঃ জিসান খান ঝালকাঠি সদরের শিরজুগ এলাকার শিমুল খানের ছেলে।
অন্যদিকে মোঃ রাকিব মুন্সি উত্তর সুবিদখালীর লিটন মুন্সির ও মোঃ মেহেদী হাসান শান্ত গাজী একই এলাকার হালিম গাজীর ছেলে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের 'জিরো টলারেন্স' নীতি বজায় থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।