বরিশালের ৬টি আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

নিজেস্ব প্রতিবেদক | ২০:৫৮, জানুয়ারি ২২ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে প্রচার–প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকেই নগরী ও বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে প্রচারণায় নেমেছেন তারা। আজ বেলা ১১টার দিকে নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রচারণা শুরু করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত ‘মই’ প্রতীকের প্রার্থী ডা. মনিষা চক্রবর্ত্তী। পরে তিনি সদর রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় ডা. মনিষা চক্রবর্ত্তীমই প্রতীকে ভোট দিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। পাশাপাশি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করার দাবি জানান তিনি।
এদিকে বেলা ১২টার দিকে নগরীর সদর রোডের আগুরপুর রোড এলাকা থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন বরিশাল সদর-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের সমর্থকরা। তারা সদর রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ চালিয়ে হাতপাখা প্রতীকে ভোট চান। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বরিশাল সদর-৫ আসনে প্রার্থী রয়েছেন ৬ জন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৬১৭ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৬৭৭ জন।