বরিশালে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার
এ.এ.এম হৃদয়|২০:৪৪, জানুয়ারি ২২ ২০২৬ মিনিট
বরিশালের হিজলায় সেনাবাহিনীর অভিযানে বিপুলসংখ্যক ধারালো অস্ত্র এবং মাদকসহ অন্তত ৫ সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রামের লিটন রাঢ়ীর বাসা থেকে তাদের গ্রেপ্তারে সফলতা পায় সেনাবাহিনী। বৃহস্পতিবার অপরাহ্নে সন্ত্রাসীদের সংশ্লিষ্ট হিজলা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বাহিনীটি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিয়ালা গ্রামে ৭ তম পদাধিক ডিভিশনের ৪১ বীরের অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বুধবার রাতে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হয়। তখন খবর আসে স্থানীয় রত্তন রাঢ়ীর ছেলে ইউপি সদস্য লিটন রাঢ়ী এবং উজ্জ্বল রাঢ়ী বাসায় অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসীরা অবস্থান করছে। সেনাবাহিনী সেখানে হানা দিয়ে দুই ভাইসহ আলীগঞ্জ গ্রামের মো. আলী, মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের মৃত সুলতান আহমেদের ছেলে জামাল হোসেন, গৌরনদী সরিকল গ্রামের মৃত হাজী লতিফ উদ্দিনের ছেলে মো এমদাদকে গ্রেপ্তার করে। এবং তাদের কাছ থেকে বিপুলসংখ্যক ধারালো অস্ত্র, হেরোইন, গাঁজা, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করে।
পুলিশ এবং সেনাবাহিনীসহ স্থানীয় বিভিন্ন সূত্র জানিয়েছে, ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র উপজেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন ধুলখোলা ইউনিয়নে চিহ্নিত সন্ত্রাসীরা অবস্থান নেওয়া শুরু করে। এবং ভোটের মাঠে অস্থিরতা তৈরি করতে অস্ত্র মজুত করতেছিল।
হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, এই ঘটনায় অস্ত্র-মাদকসহ বিভিন্ন ধারায় একটি মামলার প্রস্তুতি চলছে।’