নিজস্ব প্রতিবেদক : বরিশালে দুইটি দেশীয় ধারালো অস্ত্রসহ মো. মিরাজ খান (৩৩) এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
তিনি নগরীর ৭ নম্বর ওয়ার্ডস্থ ভাটিখানা সেকশন রোড এলাকার বাসিন্দা এবং মো. আইয়ুব আলী খানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে অভিযান পরিচালনা করে। অভিযানটি চালানো হয় কাউনিয়া থানাধীন ভাটিখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অবস্থিত কথিত ‘পোড়াবাড়ি’ এলাকার ভেতরে মো. লিটন হাওলাদারের পরিত্যক্ত একটি টিনের ঘরে।