বরিশালে আরো ১৪ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২০৮

দেশ জনপদ ডেস্ক | ২২:১৭, মে ২৮ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০৮ জনে। আক্রান্তদের মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২ জন একজন নার্সদের সুপারভাইজার বয়স (৪৮), অন্যজন পুরুষ ব্রাদার বয়স (৩০)। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৭ জন সদস্য রয়েছে। তবে তার মধ্যে একজন পুলিশের সিভিল সদস্য। আক্রান্তদের সবাই পুরুষ বয়স (৫২, ৫২, ৪৮, ৪৪, ৪৩, ৩৫, ২৬)। আরো আক্রান্ত হয়েছেন নগরীর জিয়া সড়ক নথুল্লাবাদ এলাকার বাসিন্দা পুরুষ বয়স (৪০), সাগরদী ধান গবেষনা রোড এলাকার বাসিন্দা পুরুষ বয়স (৩৫), বাকেরগঞ্জ উপজেলার একজন বাসিন্দা পুরুষ (৪৮), একজন গৌরনদী উপজেলার বাসিন্দা পুরুষ (৪৮), একজন উজিরপুর উপজেলার বাসিন্দা পুরুষ (৫৬) তাদের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। আজ ২৮ মে বৃহস্পতিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ এর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে ১৪ জনের রিপোর্ট পরেজটিভ আসে। বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ১৪ জন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের আশপাশের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। আজ পর্যন্ত বরিশাল জেলায় ৫৯ জন নারী এবং ১৪৯ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ১৫ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ১৫৯ জন, ৫০ থেকে তার উর্ধে ৩৪ জন। বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ১৫১, সদর উপজেলা ৪জন (রায়পাশা কড়াপুর, জাগুয়া, চরকাউয়া এবং চরমোনাই), বাবুগঞ্জ ১২জন, উজিরপুর ১১জন, মেহেন্দীগঞ্জ ৬জন, বাকেরগঞ্জে ৭জন, হিজলা ৪জন, মুলাদী ৪জন, বানারীপাড়া ৩জন, আগৈলঝাড়া ৩জন এবং গৌরনদীতে ৩জন করোনা রোগী শনাক্ত করা হয়। অদ্যাবধি এ জেলায় মোট ৪৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।