নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বরিশালের ছয়টি আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরআগে আরও দুজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জেলা রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়) আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুন্সি মোস্তাফিজুর রহমান, বরিশাল-৩ (মুলাদি-বাবুগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী ফখরুল আহসান, জাতীয় পার্টি প্রার্থী ইকবাল হোসেন তাপস ও বরিশাল-৫ (সদর ও বরিশাল সিটি করপোরেশন) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, খেলাফত মজলিসের এ কে এম মাহবুব আলম এবং আমার বাংলাদেশ (এবি) পার্টি প্রার্থী তারিকুল ইসলাম।
বরিশাল জেলার ছয়টি আসনে মোট বৈধ প্রার্থী ছিলেন ৪১ জন। এদের মধ্যে ৭ জন তাদের প্রার্থীরা প্রত্যাহার করে নেওয়ায় এখন পর্যন্ত ৩৪ জন প্রার্থী রয়েছেন পাঁচটি আসনে।