স্বপদে বহাল বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনি

নিজেস্ব প্রতিবেদক | ২১:০৮, জানুয়ারি ১৯ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনির অব্যাহতি প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বহিষ্কার, অব্যাহতি ও পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। সোমবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম জনির অব্যাহতি প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ থাকবে না।