লালমোহনে ভাঙারি মালামালের গুদামে অগ্নিকাণ্ডে ৭ লাখ টাকার ক্ষতি
এ.এ.এম হৃদয়|২০:৫৯, জানুয়ারি ১৯ ২০২৬ মিনিট
ভোলার লালমোহন উপজেলায় ভাঙারি মালামালের গুদামে অগ্নিকাণ্ডে অন্তত ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। রোববার রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার লালমোহন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কর্তার কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
তবে ভুক্তভোগী গুদাম মালিক রুবেল মিয়ার অভিযোগ পূর্ব শত্রুতার জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন স্থানীয় রতন ও দুলাল নামে দুই ব্যক্তি। অভিযোগ করে রুবেল মিয়া জানান, জমি নিয়ে একই এলাকার রতন ও দুলালের সঙ্গে আমার বিরোধ ছিল। তারই জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আমার ভাঙারি মালামালের গুদামে আগুন দিয়েছেন তারা।
এই অগ্নিকাণ্ডে গুদামে থাকা সব মালামাল পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার অন্তত ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে রতন ও দুলাল বলেন, শত্রুতা থাকতেই পারে। তবে এ জন্য কারও গুদামে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মতো কাজ আমরা করিনি। আমাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে লালমোহন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার খোরশেদ আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। প্রাথমিকভাবে আমাদের ধারণা; বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।