ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেবে প্রশাসন: বরিশাল জেলা প্রশাসক

এ.এ.এম হৃদয় | ২০:৫০, জানুয়ারি ১৯ ২০২৬ মিনিট

বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন বলেছেন, ‘প্রশাসন ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। ভোটকেন্দ্রগুলো প্রশাসনের মাধ্যমে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে।’ তিনি আরও বলেন, ‘সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না। উপর থেকে মাঠ পর্যায় পর্যন্ত সার্বক্ষণিক নজরদারি ও মনিটর করা হচ্ছে।’ সোমবার (১৯ জানুয়ারি) সকালে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিখন বণিকের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সম্ভাব্য প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গের সঙ্গে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. বায়জিদ সরদার। এ সময় বক্তব্য দেন বরিশাল সিভিল সার্জন ডা. মনঞ্জুর এলাহি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব, আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাসরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, প্রকল্প কর্মকর্তা অয়ন সহা, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আজাদ রহমান, জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান এবং জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া প্রমুখ।’