জিয়া মঞ্চ বরিশাল মহানগরের যুগ্ম আহবায়ক নির্বাচিত হলেন আনিস
দেশ জনপদ ডেস্ক|২০:৪৮, জানুয়ারি ১৯ ২০২৬ মিনিট
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গতকাল সোমবার কেন্দ্র থেকে অনুমোদন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব দপ্তর) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক মো: ফয়েজউল্লাহ ইকবালের নির্দেশক্রমে এ কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে খায়রুল আলম সেলিমকে আহবায়ক ও মো: মেহেদী হাসান ফারুককে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বরিশাল মহানগর ২৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো: আনিছুর রহমান আনিস।
এদিকে যুগ্ম আহবায়ক নির্বাচিত করার পাশাপাশি জিয়া মঞ্চ বরিশাল মহানগরের আহবায়ক কমিটি অনুমোদন দেয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিস বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের আগামীর বাংলাদেশ গড়তে জিয়া মঞ্চ বরিশাল মহানগরের প্রতিটি সদস্য অগ্রনী ভূমিকা পালন করবে।