বাউফলে অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিককে পেটালো ইউপি সচিব ও তার ভাই!
এ.এ.এম হৃদয়|২০:৪৬, জানুয়ারি ১৯ ২০২৬ মিনিট
পটুয়াখালীর বাউফলে নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে তথ্য জানতে চাওয়াকে কেন্দ্র করে কাছিপাড়া ইউনিয়ন পরিষদের সচিব ও তার ভাইয়ের বিরুদ্ধে এক সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিকের নাম রুবেল হোসেন। তিনি দৈনিক জনতার জমিন পত্রিকার বাউফল প্রতিনিধি এবং বাউফল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিক জানান, গত ডিসেম্বর মাসে কাছিপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মাহামুদুল হাসান হিরনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দেন ইউপি সদস্যরা। এর মধ্যেই নতুন করে অভিযোগ ওঠে— সদস্যদের সঙ্গে আলোচনা ছাড়াই অবৈধ লেনদেনের মাধ্যমে তিনি একজন উদ্যোক্তা নিয়োগ দিয়েছেন।
সচিবের কার্যালয়ে গিয়ে অভিযোগের বিষয় জানতে চাইলে সেখানে উপস্থিত সচিবের ভাই মইনুল ইসলাম সাংবাদিক রুবেলের ভিডিও ধারণ শুরু করেন। এ সময় রুবেল তাকে ভিডিও করতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে সচিব ও তার ভাই অতর্কিত হামলা চালান। এতে সাংবাদিক রুবেল হোসেন শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং তার মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত হয়।
অভিযোগের বিষয়ে জানার জন্য ইউপি সচিব মাহামুদুল হাসান হিরন ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি। পরে ক্ষুদে বার্তা পাঠিয়েও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে বাউফল থানার পরিদর্শক আতিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। তাতক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন বাউফল রিপোর্টার্স ইউনিটি ও পটুয়াখালী জেলা প্রেসক্লাব।