হিজলায় যুবককে জবাই, বাঁধের ওপর পড়েছিল লাশ

দেশ জনপদ ডেস্ক | ১৯:৫৩, জানুয়ারি ১৯ ২০২৬ মিনিট

বরিশালের হিজলায় ত্রিশ বয়সি এক যুবককে গভীর রাতে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে স্থানীয় বড়জালিয়া ইউনিয়নের শান্তির বাজারসংলগ্ন মেঘনা শাখা নদীতীর বাঁধের ওপর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার ১২টার আগে যেকোনো এক সময় যুবককে কুপিয়ে এবং জবাই করে হত্যা শেষে মরদেহটি নদীতীরে বালুভর্তি বস্তার ওপর ফেলে রাখা হয়। স্থানীয় জেলে মো. জালাল হোসেন রাঢ়ীর বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাত ১২টার দিকে ছেলেকে নিয়ে জালাল হোসেন মাছ শিকারের উদ্দেশে নদী তীরবর্তী নৌকার কাছে যাচ্ছিলেন। একপর্যায়ে সেখানে পৌছানোর আগেই অজ্ঞাত যুবককে বাঁধের ওপর বসা এবং তার শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরতে দেখে তিনি অচেতন হয়ে পড়েন। এসময় আতঙ্কিত হয়ে জেলের ছেলে ডাক-চিৎকার করলে আশপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান এবং পার্শ্ববর্তী নৌ ফাঁড়িতে খবর দেন। কিছুক্ষণ পরে পুলিশ গিয়ে রক্তাক্ত যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ডিউটিরত চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি, যুবককে কুপিয়ে এবং জবাই করে হত্যা করা শেষে লাশটি বাঁধের বালুর বস্তার ওপর ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এই খুনে কারা জড়িত তাদের ধরতে এবং নিহত যুবকের পরিচয় নিশ্চিত হতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল হোসেন জানান, তিনি নিজেও টিম নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। এবং ঘটনাস্থল থেকে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) কর্মীরা খুন সংক্রান্ত আলামত সংগ্রহ করেছেন। অজ্ঞাত এই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এবং এই খুনের ঘটনায় একটি হত্যা মামলা নথিভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়, জানান ওসি।’