বরিশালে প্রকৌশলীর প্রেম-প্রতারণার শিকার তরুণীর প্রাণ বিসর্জন

এ.এ.এম হৃদয় | ১৯:৫৪, জানুয়ারি ১৮ ২০২৬ মিনিট

সরকারি কর্মকর্তার প্রেম-প্রতারণার শিকার হয়ে বরিশাল নগরীতে জান্নাত আক্তার নামের বিশোর্ধ্ব তরুণী জীবন বিসর্জন দিয়েছেন। সিদ্দিকুর রহমান সাগর নামের জনৈক প্রকৌশলী বিয়ে করার ৪ মাসের মাথায় ডিভোর্স দেওয়ায় তরুণী উপায়ান্ত না পেয়ে গত ১২ জানুয়ারি মেট্রোপলিটন কোতয়ালি থানাধীন শহরের মুক্তিযোদ্ধাপার্কে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়। টানা ৫দিন চিকিৎসাধীন থাকার পর বোরবার সকালে জান্নাতি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আত্মঘাতী জান্নাত আক্তার বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকার বাসিন্দা এবং প্রতারক সিদ্দিকুর রহমান সাগর পার্শ্ববর্তী টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সাহেবেরহাটের বাসিন্দা। পুলিশ জানায়, প্রেম করে বিয়ের পর প্রকৌশলী স্বামী ডিভোর্স দেওয়ার কষ্টে জান্নাত আক্তার গত ১২ জানুয়ারি শহরের ১০ নং ওয়ার্ডস্থ মুক্তিযোদ্ধাপার্কে অবস্থান নিয়ে বিষপান করেন। একপর্যায়ে বমি করতে করতে অসুস্থ হয়ে পার্কে শুয়ে ছিলেন। স্থানীয়রা জাতীয় জরুরিসেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশের একটি টিম গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৫দিনের মাথায় রোববার সকালে তার মৃত্যু হয়। প্রকৌশলীর প্রেম-বিয়ে প্রতারণায় তরুণীর বিয়োগান্তের ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ মামলা গ্রহণের প্রস্তুতি নিয়েছে। তরুণী যে সাহেবেরহাটের বাসিন্দা সিদ্দিকুরের প্রেম-প্রতারণার শিকার হয়ে ক্ষোভে জীবন দিয়েছেন তা তিনি মৃত্যুর আগে নিজেই স্বীকার করে গেছেন। এছাড়া ঘটনাটির ভিডিও-ছবি ফেসবুকে প্রকাশ পায় এবং এনিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে ব্যাপক লেখালেখি হয়। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ১২ জানুয়ারি মুক্তিযোদ্ধাপার্কে আগাছানাশক প্যারাকুইড বিষপান করে অসুস্থ তরুণী এদিক-ওদিক ছোটাছুটি করেন এবং বলতে থাকেন প্রকৌশলী প্রেম-বিয়ের নামে তার সুন্দর জীবন ধ্বংস করে দিয়েছেন। এই মুখ আর কাউকে দেখানো সুযোগ নেই, জীবন দিয়েই ভুলের মাশুল গুনতে হবে... ইত্যাদি। পাশাপাশি তরুণী প্রতারক স্বামীর শাস্তিও দাবি করেছেন। বিষয়টির সত্যতা স্বীকার করে কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, এই প্রাণবিয়োগের ঘটনায় তরুণীর পরিবারকে এজাহার দিতে বলা হয়েছে। অভিযুক্ত সিদ্দিকুর রহমান সাগরের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে। সরকারি কর্মকর্তার প্রেম-বিয়ে প্রতারণার শিকার হয়ে তরুণীর জীবন দেওয়ার এই ঘটনা স্থানীয় নারীবাদীদের সংক্ষুব্ধ করে তুলেছে। তারা প্রতারক স্বামীকে গ্রেপ্তারপূর্বক শিগগিরই আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানিয়েছেন।’