বরিশালে হাতবোমার কার্যকারিতা পরীক্ষা করতে বিস্ফোরণ, দুই যুবক আটক

নিজেস্ব প্রতিবেদক | ২২:৫৬, জানুয়ারি ১৭ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতি‌বেদক : বরিশালের মুলাদীতে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে কার্যকারিতা পরীক্ষা করার অভিযোগে দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় এক যুবক পালিয়ে যান। পালিয়ে যাওয়া যুবকের কাছে থাকা দুই ব্যাগভ‌র্তি হাতবোমা ছিল বলে আটক ব্যক্তিরা পুলিশের কাছে স্বীকার করেছেন। আটক যুবকরা হলেন- সফিপুর ইউনিয়নের উত্তর পাতারচর গ্রামের কাঞ্চন ব্যাপারীর ছেলে সোহাগ ব্যাপারী (২৩) এবং একই এলাকার আনছার খানের ছেলে রুবেল খান (২২)। পালিয়ে যাওয়া যুবক পলাশ রাড়ী (২৬) উত্তর পাতারচর গ্রামের ফারুক রাড়ীর ছেলে। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের জয়ন্তী নদীর উত্তর পাড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম ফকির বলেন, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে তিন যুবক চরমালিয়া বাজারের কাছে আসে। সেখানে তারা পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেন। এ সময় এক যুবক দুইটি ব্যাগ হাতে নিয়ে দৌড়ে পালিয়ে যান। পরে আটক ব্যক্তিরা জানান, ওই ব্যাগে শতাধিক হাতবোমা ছিল। আটক সোহাগ ব্যাপারীর বরাত দি‌য়ে পুলিশ জানায়, সোহাগ আর পলাশ রাড়ী দুটি ব্যাগে হাতবোমা নিয়ে উত্তর পাতারচর এলাকায় ফিরছিলেন। চরমালিয়া বাজারের কাছে এসে হাতবোমাগুলো ঠিক আছে কি না তা পরীক্ষা করার জন্য দুটি বিস্ফোরণ ঘটানো হয়। তখনই জনতা তাদের আটক করে। তবে হাতবোমাগুলো কী উদ্দেশ্যে আনা হয়েছিল, সে বিষয়ে সোহাগ কিছু জানেন না বলে পু‌লি‌শের কা‌ছে দাবি করেছেন। মুলাদী থানার ওসি (তদন্ত) মো. মমিন হোসেন বলেন, আটক দুই যুবক হাতবোমা বহন ও বিস্ফোরণ ঘটানোর কথা স্বীকার করেছেন। পালিয়ে যাওয়া যুবককে গ্রেপ্তার এবং হাতবোমাগুলো উদ্ধারে পুলিশের অভিযান চলছে।