চরকাউয়ার স্বনির্ভর খাল পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাকসুদা

নিজেস্ব প্রতিবেদক | ২১:৫৮, জানুয়ারি ১৬ ২০২৬ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার চড়কাউয়ায় ৪৬ বছর পর স্বনির্ভর খালটি নতুন করে খননের কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাকসুদা ইয়াসমিন। এ সময় স্বনির্ভর খালের প্রবেশ মুখে বিগত সরকারের সময় খালের মধ্যে গড়ে উঠা এক প্রভাবশালীর ভবন দেখে হতভাগ হন তিনি। শুক্রবার বিকেলে খাল খননের কার্যক্রম পরিদর্শন করেন। স্থানীয় কৃষকগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ভবনটির কারণেই খালটি ভরাট হয়ে যায়। যার ফলে কৃষকরা দীর্ঘদিন যাবত কৃষি কাজ করতে না পেরে অনেকটা অর্ধাহারে অনাহারে দিন কাটিয়েছিলো । নতুন করে খালটি খননের পর খালে জোড়ারের পানি আশায় কৃষকরা ইরি, বোরো চাষাবাদ শুরু করেছে। কৃষকদের দাবি স্বনির্ভর খালের মধ্যে গড়ে উঠা অবৈধ ভবনটি দ্রুত ভেঙে ফেলে খালটির পানি প্রবাহ স্বাভাবিক করা হোক। বরিশাল -ভোলা -ঝালোকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্প পরিচালক প্রকৌশলী সৈয়দ ওয়াহিদ মুরাদ, সহকারী প্রকৌশলী আতায়ে রাব্বি, বিশ্বজিৎ ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ, কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য ও সুদুর প্রশারি পরিকল্পনার অংশ হিসেবে ৪৬ বছর পূর্বে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বরিশাল সদর উপজেলার চরকাউয়া ও কর্নকাঠি এবং পার্শ্ববর্তী চরামদ্দি’র মিয়া বাড়িতে নিজ হাতে খাল খননের মাধ্যে স্বনির্ভর খালের কার্যক্রম উদ্বোধন করেছিলেন। যার ফলে বরিশাল অঞ্চলের কৃষিতে বিপ্লব ঘটেছিলো। বিগত সরকারের সময় এ খাল গুলো খনন তো দূরের কথা, খাল দখলের মহা উৎসব করেছিলো আওয়ামী লীগের অনুসারীরা। ফলে বরিশালের কৃষিতে বিপর্যয় নেমে এসেছিলো।