ভোলায় ৬০০ টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যা, পলাতক আসামি গ্রেফতার

দেশ জনপদ ডেস্ক | ২২:১২, জানুয়ারি ১৪ ২০২৬ মিনিট

ভোলার তজুমদ্দিন উপজেলায় পাওনা ৬০০ টাকা নিয়ে ঝগড়ার জেরে মো. শাকিল (৩০) নামে এক যুবককে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা মামলার একমাত্র পলাতক আসামি মো. তামিমকে (২২) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৮)। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ঢাকার ভাটারা থানাধীন ১০০ ফিট রোড আইল্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তামিম উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের চাঁদপুর ইউনিয়নের নুর নবীর ছেলে। এর আগে, শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার দিকে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া এলাকার কেরানির দোকানের সামনে শাকিলকে স্টাম্প দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন একই গ্রামের বাসিন্দা তামিম। এরপর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নিলে পরের দিন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শাকিলের। এ ঘটনায় পরের দিন নিহতের বাবা মো. ইউনুস বাদি হয়ে তজুমদ্দিন থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিন বিকেলে র‍্যাব-৮ ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তথ্য প্রযুক্তি এবং স্থানীয় সোর্সকে কাজে লাগিয়ে অবস্থান শনাক্ত করে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্প ও র‍্যাব-১ উত্তরা যৌথ অভিযান চালিয়ে তামিমকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’