২০২৫-এ সড়কে এক হাজারেরও বেশি শিশু’র মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ১৯:৫১, জানুয়ারি ১৩ ২০২৬ মিনিট

২০২৫ সালে দেশের সড়কগুলোতে নিহত হয়েছে ১ হাজার ৮ জন শিশু যাদের বয়স এক মাস থেকে ১৭ বছরের মধ্যে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে সড়ক ও পরিবহন খাতের অব্যবস্থাপনা এবং ট্রাফিক আইন না মানার কারণেই শিশু মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। ৯টি জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালের তথ্যের ভিত্তিতে এই বার্ষিক পরিসংখ্যান তৈরি করা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৫৩৭ জন বিভিন্ন যানবাহনের যাত্রী বা চালক হিসেবে দুর্ঘটনায় পড়েছিল। বাকি ৪৭১ শিশু পথচারী হিসেবে রাস্তা পারাপার বা হাঁটার সময় গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে। সড়কের ধরন বিশ্লেষণে দেখা যায় আঞ্চলিক সড়কে সবচেয়ে বেশি ৩৬৪ জন শিশু মারা গেছে। এছাড়া গ্রামীণ সড়কে ২৯১ এবং মহাসড়কে ২৮১ শিশুর মৃত্যু হয়েছে যা গ্রামীণ অবকাঠামোর নিরাপত্তাহীনতাকে স্পষ্ট করে। বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরদের মৃত্যুর হার সবচেয়ে বেশি যা সংখ্যায় ৪৪৭ জন। এছাড়া ৬ থেকে ১২ বছর বয়সী ৩৮২ এবং ৫ বছরের কম বয়সী ১৭৯ শিশু সড়ক দুর্ঘটনার বলি হয়েছে। সংস্থাটি বলছে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের বেপরোয়া গতি এবং শিশুদের জন্য নিরাপদ সড়ক ব্যবস্থার অভাবেই এই অপূরণীয় ক্ষতি হচ্ছে। বিশেষ করে বাড়ির পাশের গ্রামীণ সড়কে নজরদারির অভাবে দুর্ঘটনা বাড়ছে। রোড সেফটি ফাউন্ডেশন এই সংকট নিরসনে দ্রুত সড়ক পরিবহন আইন-২০১৮ কঠোরভাবে বাস্তবায়নের সুপারিশ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো এবং আহত শিশুদের সুচিকিৎসায় বিশেষ সরকারি তহবিল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। শিশুদের জন্য নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ গড়তে সড়কে শৃঙ্খলা ফেরানো এখন সময়ের দাবি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।