করোনায় আরো ২২ মৃত্যু, শনাক্ত ১৫৪১

দেশ জনপদ ডেস্ক | ১৫:১৯, মে ২৭ ২০২০ মিনিট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৪১ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৪৪ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৩৮ হাজার ২৯২ জন। আজ বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এঁরা ২০ জন পুরুষ এবং দুইজন নারী। এঁদের বয়স ০ (শূন্য) থেকে ১০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে সাতজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৪৪  জনের জানানো হয়, নতুন যে ২২ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন এবং সিলেট বিভাগের দুইজন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটিতে পাঁচজন, ঢাকা সিটির বাইরে একই জেলায় তিনজন। ঢাকা বিভাগের অন্য জেলা মুন্সিগঞ্জে একজন এবং নরসিংদীতে একজন। চট্টগ্রাম জেলায় দুইজন, বিভাগের অন্য জেলা নোয়াখালীতে তিনজন, কুমিল্লায় দুইজন, কক্সবাজারে একজন, চাঁদপুরে দুইজন, সিলেটে একজন এবং সিলেট বিভাগের মৌলভীবাজারে একজন। এঁদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২১ জন এবং বাসায় মারা গেছেন একজন।