বরিশালে শিক্ষক নিয়োগ পরীক্ষার হল থেকে মোবাইলসহ নারী আটক

নিজেস্ব প্রতিবেদক | ২১:৫৮, জানুয়ারি ১০ ২০২৬ মিনিট

বরিশালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হলে ইলেকট্রনিক ডিভাইস (স্মার্টফোন) ব্যবহার করার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বরিশাল সরকারি বিএম কলেজ কেন্দ্র থেকে নাম লুনা (৩১) নামের ওই নারীকে আটক করা হয়। তিনি বরিশাল মহানগরীর সিঅ্যান্ডবি রোড এলাকার বাসিন্দা বাবুল আক্তারের মেয়ে। পুলিশ জানায়, পরীক্ষা চলাকালীন লুনার সন্দেহভাজন গতিবিধি দেখে শরীরে তল্লাশি করে করে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সুমন আইচ জানান, ‘অভিযুক্তর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবং তাকে আদালকে প্রেরণ করলে বিচারক কারাগারে পাঠিয়ে দেন।’