নিজস্ব প্রতিবেদক।। আজ ২৬ মে বরিশাল জেলায় নতুন করে আরো ১৪ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাকেরগঞ্জ উপজেলার ০১ জন, উজিরপুর উপজেলার ০১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ০১ জন, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত সাগরদী এলাকার ০৪ জন, ব্যাপ্টিস্ট মিশন রোড, আলেকান্দা ও চাঁদমারি প্রত্যেক এলাকার ০১ জন করে ০৩ জন, সদর উপজেলাধীন চর আইচা এলাকার ০১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০১ জন সদস্য, পুলিশ পরিবারের ০২ জন সদস্যসহ সহ মোট ১৪ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ১৪ জন সহ এ জেলায় ১৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।আজ ২৬ মে এ জেলায় ০২ জন করোনা থেকে সুস্থতা লাভ করেছে। আজ আরোগ্য লাভ করা ০২ জন সহ অদ্যাবধি এ জেলায় মোট ৪৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ১২ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১৩১ জন, উজিরপুর উপজেলায় ১০ জন, বাকেরগঞ্জ ও মেহেন্দীগঞ্জ ০৬ জন করে, হিজলা ও মুলাদী উপজেলার প্রত্যেকটিতে ০৪ জন করে, বানারীপাড়া ও আগৈলঝাড়া উপজেলার প্রত্যেকটিতে ০৩ জন করে, গৌরনদী উপজেলার ০২ জনসহ মোট ১৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।