নলছিটিতে ‘শহীদ ওসমান হাদী’ লঞ্চঘাট উদ্বোধন করলেন নৌ পরিবহণ উপদেষ্টা

নিজেস্ব প্রতিবেদক | ২০:২৯, জানুয়ারি ০২ ২০২৬ মিনিট

ঝালকাঠির নলছিটি উপজেলায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃক সংস্কারকৃত লঞ্চ ঘাটটি আনুষ্ঠানিকভাবে ‘শহীদ ওসমান হাদী’ লঞ্চঘাট নামকরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘাটটি উদ্বোধন করেন নৌ পরিবহণ উপদেষ্টা ড.এম সাখাওয়াত হোসেন। এ সময় উপদেষ্টা সাখাওয়াত বলেন- হাদির খুনিরা যদি দেশের বাইরেও পালিয়ে থাকে, তাদের খুঁজে বের করে আনা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তাদের মুখোস উন্মোচিত করা হবে। এ মাসের মাঝামাঝি সময়েই পুরো বিষয়টি সবার সামনে জানানো হবে। নৌ পরিবহন উপদেষ্টা বলেন, হাদির নাম এখন আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, তাঁর নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এই পৃথিবী যতদিন থাকবে, বিল্পবীদের নাম যদদিন থাকবে, ততদিন হাদিকে মানুষ মনে রাখবে। যেহেতু হাদি নলছিটির সন্তান, তাই তাঁর জন্মস্থানের লঞ্চঘাটটির নাম তাঁর নামে করা হয়েছে। এটা স্থানীয়দের দাবি ছিল। তিনি আরও বলেন- নলছিটি লঞ্চ ঘাটটি শহীদ ওসমান হাদীর এলাকা হওয়ায় দপ্তর থেকে আমরা সিদ্ধান্ত নেই ওসমান হাদী নামে লঞ্চ ঘাটটি নামকরণ করার। তারই ধারাবাকিতায় আনুষ্ঠানিকভাবে ঘাটটির নাম শহীদ ওসমান হাদী লঞ্চ ঘাট রাখা হলো। এ সময় উপস্থিত ছিলেন হাদির বোন মাছুমা হাদি, ভগ্নিপতি আমির হোসেন, জুলাই আন্দোলনে শহীদ নলছিটির সন্তান সেলিমের বাবা সুলতান হোসেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিকুল করিম, বিএডব্লিটিএ’র পরিচালক (বরিশাল) আমজাদ হোসেন, ঝালকাঠির জেলা প্রশাসক মো. মোমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব ওওসি আরিফুল আলম।