ভোলায় এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

নিজেস্ব প্রতিবেদক | ১৬:৪৩, ডিসেম্বর ৩১ ২০২৫ মিনিট

ভোলার লালমোহন উপজেলায় ব্যাটারিচালিত এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করে রিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। মৃত ব্যক্তির নাম আবু বকর ছিদ্দিক (৫১)। তিনি চরফ্যাশন উপজেলার শশীভুষন থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে লালমোহন উপজেলার গজারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুখালী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ। লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মো. অলিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা রাতের আঁধারে রক্তাক্ত মরদেহটি নির্জন রাস্তার পাশে পড়ে থাকতে দেখে লালমোহন থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, যাত্রী সেজে দুর্বৃত্তরা তার রিকশায় ওঠেন এবং চালককে হত্যার পর রিকশাটি নিয়ে যান। লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, নিহতের পেটে এবং পাঁজরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। তার রিকশাটি পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করবেন বলে জানিয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।