নিজস্ব প্রতিবেদক : নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ, বরিশাল বিভাগের তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বরিশাল নগরীর রুপাতলীস্থ বসুন্ধরা হাউজিং এ নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়। বোর্ডের অধীনে বরিশাল বিভাগজুড়ে এবারের পরীক্ষায় মোট ৭ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে এ প্লাস অর্জন করেছে ৩ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী। সবমিলিয়ে পাশের হার দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৪৪ শতাংশ।
অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন নগরীর বাজার রোডস্থ জামিয়া আরাবিয়াহ খাজা মঈনুদ্দিন চিশতী মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল হালিম। এ সময় উপস্থিত ছিলেন কাশিপুর দারুল ইফতাহ মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি নুরুল্লাহ, বাজার রোড মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা রুহুল আমিন, নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ বরিশাল বিভাগের পরিচালক মাওলানা আব্দুল কাদের হোসনাবাদী, সহকারী পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মো. রফিউদ্দিন নজরুল, সহকারী পরিচালক সাইফুল ইসলাম, পটুয়াখালী জেলার জিম্মাদার ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু তাহেরসহ বিভাগের বিভিন্ন জেলার জিম্মাদারগণ। বক্তারা শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং নূরানী শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।