ভোলায় বিশেষ অভিযানে আ. লীগের দুই নেতা গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক | ২১:৪৬, ডিসেম্বর ৩০ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : ভোলার মনপুরায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়ন ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ওই দুই নেতাকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো. দুলাল ডিলার ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিদ্দিক উল্লাহ। মনপুরা থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়। পরে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেলহাজতে পাঠানো হয়।