বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

এ.এ.এম হৃদয় | ১৯:১৭, ডিসেম্বর ৩০ ২০২৫ মিনিট

পটুয়াখালীর বাউফলে মো. খলিল মৃধা (৫৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পুরকাঠী গ্রাম থেকে নিহত শ্রমিকের লাশ উদ্ধার হয়। নিহত খলিল মৃধা ওই গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে। ইউনিয়ন দফাদার মো. সিদ্দিকুর রহমান জানান, খলিল মৃধা মানসিক ভারসম্যহীন থাকায় তার স্ত্রী রাহিমা বেগম তিন মেয়েসহ অন্যত্র থাকার কারণে তিনি (খলিল) মায়ের সঙ্গে থাকতেন। ঘটনার দিন সকালে খলিল তার মায়ের সঙ্গে কথা বলে ঘর থেকে বের হয়। সকাল ৯টার দিকে স্থানীয় নিলুফা বেগম নামে এক নারী কাঠাল গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় খলিলকে ঝুলতে দেখে চিৎকার করলে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে। বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’