বরিশালে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা, সুষ্ঠু পরিবেশের প্রত্যাশা
এ.এ.এম হৃদয়|২২:৩৩, ডিসেম্বর ২৯ ২০২৫ মিনিট
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশালে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের কার্যক্রম সম্পাদিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে বরিশাল জেলার ৬টি আসনের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সকাল থেকে বরিশাল জেলার ৬ টি আসনের রাজনৈতিক দলের প্রার্থীরা বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় প্রার্থীদের সাথে কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখের পড়ার মতো।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মননোয়নপত্র দাখিল করেছেন বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সমাজতান্ত্রিক দল (বাসদ), জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা।
এ দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারি সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসাইন হেলাল, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী ডাঃ মনীষা চক্রবর্ত্তী।
অপরদিকে রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল-৫ ও ৬ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, গণঅধিকার পরিষদের প্রার্থী রঞ্জিত বাড়ৈ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী মোঃ তারিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, এ্যাডভোকেট জয়নুল আবেদীন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস।
ভোটের পরিবেশ কেমন থাকবে তা নিয়ে সাধারন ভোটারা এখনও শঙ্কা রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরী বলে মনে করেন প্রার্থীরা। তাদের দাবি- প্রশাসন নজরদারি বাড়ালে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ দেশের জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে।
বরিশাল জেলার ৬টি আসন থেকে ৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হবে; একই দিন গণভোটও রয়েছে।