বরিশালে সহকারী কমিশনারের কার্যালয়ে চুরি

এ.এ.এম হৃদয় | ২১:০৯, ডিসেম্বর ২৩ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদীতে সহকারী কমিশনারের (ভুমি) কার্যালয়ে চুরি সংগঠিত হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে মুলাদী-মীরগঞ্জ মহাসড়কের পাশে সহকারী কমিশনারের কার্যালয়ের জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা প্রবেশ করে টাকা ও মূল্যবান নথিপত্র চুরি করে। সহকারী কমিশনার (ভুমি) পরাগ সাহা বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় অফিস সহকারী লুৎফর রহমান বাদী হয়ে মুলাদী থানায় একটি মামলা করেছেন। অফিস সহকারী লুৎফর রহমান জানান, সোমবার বিকেলে ভুমি অফিস বন্ধ করে চলে যান তারা। মঙ্গলবার সকাল ৯টার দিকে অফিসে প্রবেশ করে নাজিরের কক্ষের আলমারি ভাঙা ও কাগজপত্র তছনছ অবস্থায় দেখতে পান। পরে খোঁজ করে বেশ কিছু নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র পাওয়া যায়নি। পরে অজ্ঞাতনামা আসামি করে মুলাদী থানায় মামলা করা হয়েছে। সহকারী কমিশনার (ভুমি) পরাগ সাহা বলেন, ভুমি অফিসে চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কী কী কাগজপত্র পাওয়া যাচ্ছে না সেই তালিকা করা হচ্ছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী বলেন, ভুমি অফিসে চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত এবং আসামি শনাক্তের চেষ্টা চলছে।