২ বছর পর বাড়িতে ঈদ করবেন খালেদা জিয়া

বিএনপি’র দলীয় একটি সূত্র জানিয়েছে, প্রতিবছর ঈদের আগে বা পরে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান দেশে আসতেন। এ বছর বিমান চলাচল বন্ধ থাকায় তিনি দেশে আসতে পারছেন না। তবে ঈদের দিন দেশে ও দেশের বাইরে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ফোনে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
প্রসঙ্গত, এক-এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই ঈদে কারাগারে ছিলেন বিএনপিপ্রধান।