পটুয়াখালীতে ইয়াবা তল্লাশির সময় চায়ের দোকানে অস্ত্রের সন্ধান, দোকানিসহ আটক ৩
নিজেস্ব প্রতিবেদক|২২:২৩, ডিসেম্বর ২০ ২০২৫ মিনিট
পটুয়াখালীর বাউফল উপজেলায় ইয়াবা বহনকারীদের তল্লাশি চালাতে গিয়ে একটি চায়ের দোকান থেকে আগ্নেয়াস্ত্র সদৃশ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দোকানদারসহ তিনজনকে আটক করা হয়েছে।
উপজেলার দাশপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সিরপুল এলাকায় এ অভিযান পরিচালনা করে বাউফল থানা পুলিশ। আটক ব্যক্তির নাম ওয়ালিল উল্লাহ (২৬)। তিনি ওই এলাকার একটি চায়ের দোকানের মালিক এবং দাসপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুশলিমপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতা আবুল কাশেম চৌকিদার।
পুলিশ সূত্র জানায়, সন্দেহভাজন দুই ইয়াবা বহনকারী ওই চায়ের দোকানে অবস্থান করছিল। তাদের দেহ তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করার পর পুলিশ দোকানটিতে তল্লাশি শুরু করে। এ সময় দোকানের ক্যাশবাক্স খুলে ভেতর থেকে একটি পুরোনো রিভলবারের মতো দেখতে ধাতব অস্ত্র উদ্ধার করা হয়। পরে দোকানদারসহ তিনজনকেই আটক করা হয়।
আটক অপর দুই ব্যক্তিও একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত বস্তুটি আগ্নেয়াস্ত্র নাকি খেলনা পিস্তল—এ বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। অস্ত্রটি ধাতব তৈরি এবং বেশ পুরোনো মনে হচ্ছে। যাচাই-বাছাইয়ের জন্য সিআইডি এক্সপার্ট টিমকে খবর দেওয়া হয়েছে। শনিবার সকালে পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে।”