অবৈধভাবে বালু তোলায় দায়ে ড্রেজার মালিককে জরিমানা

নিজেস্ব প্রতিবেদক | ২২:০৬, ডিসেম্বর ২০ ২০২৫ মিনিট

ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. হারুন (৫৫) নামের এক ড্রেজার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার জয়া এলাকার তেঁতুলিয়া নদীতে বালু তোলার সময় তাকে এ জরিমানা করা হয়। হারুন ভোলা সদর উপজেলার বাপ্তা গ্রামের সুলতান আহমেদের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস। তিনি জানান, তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে হারুনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে বোরহানউদ্দিন থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে তেঁতুলিয়া নদী থেকে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।