নিজস্ব প্রতিবেদক : ভোলা সদর উপজেলায় মালবাহী নসিমনচাপায় মো. তাহসান নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তার নিজ বাড়ির পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিনমজুর মো. কাজলের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসায় শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে তাহসানের বাবা তাকে নিয়ে স্থানীয় একটি দোকানে নাশতা করে তাকে বাড়িতে রেখে কাজে চলে যান। সকাল সাড়ে ১১টার দিকে শিশু তাহসান আবারও দোকানের কাছে আসে।
পরে দোকানের থেকে বাড়ি যাওয়ার সময় দ্রুতগামী মালবাহী নসিমনচাপায় সে গুরুতর আহত হয়। পরে নসিমনে থাকা কবির নামের এক শ্রমিক তাকে দ্রুত উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শামসুল আলম বলেন, ‘আজ দুপুর পৌনে ১টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত তাহসান নামের এক শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার মাথায় ও পেটে আগাতের চিহ্ন রয়েছে।’ ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। নিহত শিশুর শুরুতহাল শেষে পরিবারের সিদ্ধান্তে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।