বরিশালে জ্বালানি চুক্তি বাতিলের দাবিতে ক্যাবের মানববন্ধন

নিজেস্ব প্রতিবেদক | ২১:০৭, ডিসেম্বর ১৫ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরিশালের উদ্যোগে দায়মুক্তি আইনের আওতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সব বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিল এবং জ্বালানি অপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বরিশাল ক্যাবের সাধারণ সম্পাদক রণজিৎ দত্তের সঞ্চালনায় এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে ক্যাবের পক্ষ থেকে ৯ দফা দাবি উত্থাপন করা হয়। দাবির মধ্যে রয়েছে—সরকারি মালিকানাধীন বিদ্যুৎ ও জ্বালানি খাতে বেসরকারি শেয়ার হস্তান্তর বন্ধ, কস্ট বেইজড মূল্যে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, তরল জ্বালানির ব্যবহার হ্রাস, জ্বালানি অপরাধীদের বিচার, ‘এনার্জি প্রাইস স্ট্যাবিলাইজড ফান্ড’ গঠন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন সংস্কার, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা অর্থ উদ্ধার। মানববন্ধন কর্মসূচিতে বরিশাল ক্যাবের সাংগঠনিক সম্পাদক শুভকংর চক্রবর্তী বলেন, বর্তমান বাংলাদেশের অন্যতম সংকট জ্বালানি সংকট। বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম চাপে রয়েছে। দায়মুক্তির নামে করা একাধিক চুক্তি জনগণের সুফল না এনে আমদানি নির্ভরতা ও ভর্তুকির বোঝা বাড়াচ্ছে। তাই এসব চুক্তি বাতিল করে নিরাপদ ও টেকসই জ্বালানি নিশ্চিত করা এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানো জরুরি।’ বরিশাল ক্যাবের কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিক মুহম্মদ ইমন খন্দকার হৃদয় বলেন, ‘জ্বালানি খাতের উন্নয়নের নামে দীর্ঘদিন ধরে ব্যাপক অর্থ অপচয় ও দুর্নীতি হয়েছে। আইন ও চুক্তির মাধ্যমে খাতটিকে আমদানিনির্ভর করা হলেও দেশে গ্যাস ও তেলের সম্ভাবনা থাকা সত্ত্বেও অনুসন্ধান ও উৎপাদনে কার্যকর উদ্যোগ নেই। বাপেক্সসহ রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠানে দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আমদানি ও ভর্তুকি হ্রাস করার বিকল্প নেই।’ বিএম কলেজের শিক্ষার্থী কিশোর কুমার শীল বলেন, ‘জ্বালানি নীতিতে স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাবের কারণে রাষ্ট্র ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশীয় ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। জ্বালানি অপরাধীদের বিচার ছাড়া এ খাতে স্বচ্ছতা আসবে না।’ এছাড়াও কর্মসূচিতে বক্তব্য দেন আরোহীর নির্বাহী পরিচালক মো. খোরশেদ আলম, দুঃস্থ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাধনা বেপারী, বিএম কলেজের শিক্ষার্থী প্রান্ত বেপারী ও বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আসেম উর রিওন।