বরিশালে হুমাহুম ও খাবার বাড়ি রেস্তরাকে ২ লাখ টাকা জরিমানা
এ.এ.এম হৃদয়|২০:৪৮, ডিসেম্বর ১৫ ২০২৫ মিনিট
নিজস্ব প্রতিবেদক : বিএসটিআই নির্দেশনা মেনে না চলা, পোড়া তেলে খাবার তৈরি সহ নানা অভিযোগে বরিশালের ২টি রেস্তোরায় ২ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ নিরাপদ খাদ্যের সংক্ষিপ্ত আদালত। রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টায় নগরীর রুপাতলী বাস স্টান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় হুমাহুম ও খাবার বাড়ি রেস্তোরাঁয় বিএসটিআই লাইসেন্স মেনে না চলা, পোড়া তেলে খাবার তৈরি করা, নিষিদ্ধ কেওড়াজল সংরক্ষণ করার অভিযোগে এক লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে রেস্তোরাঁ মালিকদের সতর্ক করে দেয়া হয়।
আদালত পরিচালনা করেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরিয়তউল্লাহ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিরাজুল ইসলাম রাসেল।
এই অভিযানে সহয়তা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা সি়ভিল সার্জন অফিস, বিএসটিআই, সেনা বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেয়।
মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান নিরাপদ খাদঢ কতৃপক্ষের কর্মকর্তা ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির।