বরগুনায় কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে খেয়ার মাঝি নিহত
এ.এ.এম হৃদয়|২২:৪৩, ডিসেম্বর ১৩ ২০২৫ মিনিট
বরগুনার পুরাকাটা ফেরিঘাট এলাকায় ছুরিকাঘাতে আনসার হাওলাদার (৩৫) নামে এক খেয়ার মাঝি নিহত হয়েছেন।
শনিবার বিষয়টি নিশ্চিত করেন বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম।
জানা গেছে, মো. শাহীন নামের এক ব্যক্তি কথা কাটাকাটির জেরে খেয়ার মাঝি মো. আনসারের বুকে সাতবার ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে,সেখানে ভর্তি হবার পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা নেওয়ার পথে শুক্রবার দিবাগত রাত ২ঘটিকায় পোস্তাকলা ব্রীজের কাছে এলে তিনি মারা যান।
নিহত খেয়াঘাটের মাঝি মো: আনসার ৬নং বুড়িরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাওলাদার বাড়ির মো. আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। অভিযুক্ত ঘাতক শাহীনের বাড়িও একই এলাকায়।
পুরাকাটা খেয়া ঘাটের স্থানীয়রা বলেন, বরগুনার পুরাকাটা-আমতলী খেয়াঘাটের খেয়া মাঝি মৃত: আনসার ঘাতক শাহীন কে পাশে সরে দাঁড়াতে বললে সে ক্ষিপ্ত হয়ে আনসারকে অশালীন ভাষায় কথা বললে কথা-কাটাকাটির এক পর্যায়ে ৬/৭ বার ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালাবার সময় জনগণ তাকে ধরে ফেলে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আলিম বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আলামত জব্দ করা হয়েছে।