করোনা দুর্যোগে বরিশাল পলিটেকনিক’র প্রাক্তন শিক্ষার্থীদের মানবিক সহায়তা

দেশ জনপদ ডেস্ক | ০২:২৮, মে ২৪ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। দেশের বর্তমান করোনা দুর্যোগ মোকাবেলায় মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট'র প্রাক্তন শিক্ষার্থীরা। করোনা ভাইরাসের সতর্কতায় বাসা-বাড়িতে অবস্থানরত গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষের জন্য খাদ্যদ্রব্য সহায়তায় নিয়ে এগিয়ে এসেছেন তারা। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার ২৩ মে পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে কর্মহীন ৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহামেদ ও বিশেষ অতিথি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট'র অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আমিনসহ অত্র ইনস্টিটিউট এর প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। প্রথম রোজা থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় তিন শতাধিক অসহায় কর্মহীন পরিবারের দ্বোরগোড়ায় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তারা। প্রাক্তন শিক্ষার্থীরা মিলে গঠন করেছেন একটি ত্রান সহায়তা তহবিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে তাদের ত্রান সহায়তা তহবিলের কার্যক্রম।ইনস্টিটিউট'র প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গঠিত তহবিল দিয়ে সহায়তা কার্যক্রম ঈদের পরও করোনা মোকাবেলায় দুস্থদের জন্য পরিচালিত হবে। প্রথমত যারা ইনস্টিটিউট'র প্রাক্তন ও বর্তমান ছাত্র, শিক্ষক ও কর্মচারী এই মুহূর্তে অসহায় অবস্থায় দিনযাপন করছেন তাদের সহযোগিতা করা হবে। এরপর নগরীর যে কোনো প্রান্তের দুস্থ ও অসহায় মানুষদের খুঁজে খুঁজে বের করে তাঁদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট'র প্রাক্তন ছাত্র ইঞ্জিনিয়ার হাসান আল মামুন বলেন, আমরা এখন মরণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছি- কেউ সম্মুখভাগ থেকে আবার কেউ গৃহে অবরুদ্ধ থেকে। এ লকডাউন পরিস্থিতিতে সবচেয়ে অসহায় অবস্থায় রয়েছে গৃহপরিচারিকা, দিনমজুর ও মেহনতী মানুষেরা। নিত্য দিনের আয়ের উৎস-কর্ম হারিয়ে এসব মানুষের জীবন আজ বিপন্ন। করোনা পরিস্থিতির কারণে এসব সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানো আজ আমরা পবিত্র দায়িত্ব বলে মনে করছি। আমাদের প্রথম লক্ষ্য পলিটেকনিক ইনস্টিটিউট'র প্রাক্তন ও বর্তমান ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের মাঝে কেউ যদি অসহায় অবস্থায় থাকে তাঁদের খুঁজে বের করা। তারপর নগরীর যে কোনো প্রান্তের দুস্থ ও অসহায় মানুষদের খুঁজে খুঁজে বের করে তাঁদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া। এছাড়াও ইনস্টিটিউট'র একাধিক প্রাক্তন ছাত্ররা বলেন, পবিত্র রমজান মাসের খাদ্য ঘাটতি এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আমরা এদের মুখে এ কষ্টের সময়ে কিছুটা হলেও হাসি এনে দিতে চাই। তাই আমাদের গ্রুপের সকল সদস্য ও পলিটেকনিক ইনস্টিটিউট'র প্রাক্তন ছাত্রদের বিনীতভাবে আহ্বান করছি আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে তাই দিয়ে আমাদের ত্রাণ তহবিলে অর্থ দান করুন এবং বিপন্ন মানুষদের বাঁচিয়ে রাখতে অবদান রাখুন।     ।