পিরোজুপুরে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

এ.এ.এম হৃদয় | ২৩:০১, ডিসেম্বর ০৫ ২০২৫ মিনিট

পিরোজপুরের ইন্দুরকানি থানায় দায়ের করা গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি শুভ জোমাদ্দারকে (৩২) র‌্যাব-৮ এর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে র‌্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের সহায়তায় সিদ্ধিরগঞ্জের মাসুদপুর পাকারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব ফোর্সেস দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও অপরাধ নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছে। হত্যা, ধর্ষণ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করেছে। ২০২৫ সালের ২৭ অক্টোবর রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে পিরোজপুর জেলার ইন্দুরকানি ইউনিয়নের চরাখালি গ্রামে ভিকটিমের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে—আসামি ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিম ও শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়। পরদিন ভিকটিম বাদী হয়ে ইন্দুরকানি থানায় মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে র‍্যাব-৮ ও র‍্যাব-১১ এর সমন্বিত অভিযানে শুভ জোমাদ্দারকে গ্রেফতার করা হয় এবং তাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।