বরিশাল প্রেসক্লাবের অফিস সহকারীর ওপর হামলা, মাদক কারবারির বিরুদ্ধে মামলা

এ.এ.এম হৃদয় | ২০:৪৪, ডিসেম্বর ০৫ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : এবার চাঁদা না পেয়ে বরিশাল প্রেসক্লাবের অফিস সহায়কে আব্দুল হক মানিককে (৫৬) নির্মমভাবে পিটিয়েছে আলোচিত মাদক কারবারি শুভব্রত দত্ত ফিল্ম। গুরুতর আহত মানিককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গত ১ ডিসেম্বর সকালের এই ঘটনায় ৪ ডিসেম্বর শুভব্রত দত্ত ফিল্মের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা করেছেন আব্দুল হক মানিক। মামলায় শুভব্রত দত্ত ফিল্ম ছাড়াও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অথচ আসামিরা প্রকাশ্যে ঘুরলেও মামলা দায়েরের চার দিনেও তাদের গ্রেপ্তার করেনি পুলিশ। অভিযুক্ত শুভব্রত দত্ত ফিল্ম নগরী আগরপুর রোডের বাসিন্দা মিহির লাল দত্তের ছেলে। ইতোপূর্বে ইয়াবা ট্যাবলেটসহ কাউনিয়া থানা পুলিশের আটক হওয়া ফিল্ম আগেও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নাসির উদ্দিনের ওপর হামলা করে। সেই ঘটনায় ক্ষমা চেয়ে রক্ষা পান তিনি। একেরপর সন্ত্রাসী কর্মকাণ্ড কর্মকাণ্ডের পরও পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি ফিল্মের লাগাম টানতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। জানা গেছে, সম্প্রতি ধারালো অস্ত্র নিয়ে প্রেসক্লাবে ঢুকে প্রকাশ্যে ক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম মোফাজ্জেলকে হুমকি দেয়। ওই ঘটনায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। সেই ঘটনায় পুলিশের তদন্তকালে সাক্ষী দিয়েছিলেন আব্দুল হক মানিক। ওই ঘটনায় নিজেকে রক্ষা করতে অন্তর্বর্তী সরকার প্রধানসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাল্টা অভিযোগ দেয় মাদক কারবারি ফিল্ম। হামলার শিকার আব্দুল হক মানিক জানান, প্রেসক্লাবে ঢুকে অবৈধ অস্ত্র প্রদর্শন এবং ক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম মোফাজ্জেলকে হুমকির ঘটনায় পুলিশের তদন্তকালে সাক্ষী দিয়েছেন তিনি। এতে ক্ষুব্ধ হয় অভিযুক্ত ফিল্ম। এর পর থেকেই তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। তাছাড়া ক্লাবে ঢুকে অবৈধ অস্ত্র প্রদর্শনের কারণে প্রেসক্লাবের সহযোগী সদস্য পদ থেকে বহিস্কার করা হয় ফিল্মকে। তবে দ্বিতীয় দফায় ঘটনাটি গত রোববার আপস মীমাংসা হয়। মীমাংসার পর দিনই হামলা হয় ঘটনার সাক্ষী প্রেসক্লাবের অফিস সহকারী মানিকের ওপর। মানিক অভিযোগ করেন, পুলিশের কাছে তার দেয়া সাক্ষীর কারণে ফিল্ম আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করে। সেই ক্ষতিপূরণ বাবদ মানিকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে ফিল্ম। সোমবার সকাল সাড়ে ১০টায় মানিক গির্জা মহল্লার একটি হোটেলে নাস্তা করতে গেলে ফিল্ম সহযোগিদের নিয়ে হামলা করে। এসময় আমিনকে হোটেলের পার্শ্ববর্তী গলিতে ঢুকিয়ে নির্মমভাবে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। মামলার বাদী এবং ভুক্তভোগী আব্দুল হক মানিক বলেন, ‘আমি দীর্ঘ বছর ধরে বরিশাল প্রেসক্লাবে চাকরি করি। আমার ওপর হামলার ঘটনায় আমি থানায় মামলা করেছি। কিন্তু মামলা দায়েরের চারদিন হলো এখনো অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরছে। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি চাই।’ স্থানীয়রা অভিযোগ করেছেন, গোটা আগরপুর রোড এলাকায় সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছে মাদকাসক্ত শুভব্রত দত্ত ফিল্ম। তার কর্মকাণ্ডে এলাকার বসবাসকারী এবং ব্যবসায়ীরাও বিব্রত। তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।