মহিপুরের আলোচিত সন্ত্রাসী সোহেল ফকির র‌্যাবের জালে

এ.এ.এম হৃদয় | ১৯:৫৬, ডিসেম্বর ০৪ ২০২৫ মিনিট

পটুয়াখালীর মহিপুরে ট্রলারের মাঝি শহিদুল ইসলাম হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী সোহেল ফকিরকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের পশ্চিম খাজুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতার সোহেল ফকির (৩৪) পশ্চিম খাজুরা এলাকার মৃত আমজেদ আলী ফকিরের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ ডজন খানেক মামলা রয়েছে। র‌্যাব সূত্রে জানা গেছে, নিহত শহিদুল ইসলাম পেশায় ট্রলারের মাঝি ছিলেন। আসামিরা শহিদুলের ট্রলারের জেলে ইব্রাহিমের কাছে ২ হাজার ৪০০ টাকা পাওনা দাবি করলে তা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি শহিদুল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে সোহেল ফকির ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরবর্তী সময়ে গত ২৬ জুন খাজুরা আবাসনে নিজ ঘরের সামনে কাজ করার সময় শহিদুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায় সোহেল ফকির ও তার সহযোগীরা। সোহেলের হাতে থাকা লোহার রডের আঘাতে শহিদুল গুরুতর আহত হন। পরে তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের ছোট ভাই রাসেল হাওলাদার বাদী হয়ে মহিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই প্রধান আসামি সোহেল ফকির পলাতক ছিলেন। র‌্যাব জানায়, গ্রেফতারের পর সোহেল ফকিরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শহিদুল হত্যা মামলার প্রধান আসামি সোহেল ফকিরকে র‌্যাব আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। সোহেল ফকির অনেক মামলার আসামি।