চোর সন্দেহে আটক ১ : পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা
এ.এ.এম হৃদয়|১৯:৪৪, ডিসেম্বর ০৪ ২০২৫ মিনিট
চোর সন্দেহে মন্দিরের একটি ঘর থেকে আহতাবস্থায় এক যুবককে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য নিচ্ছিলেন থানা পুলিশ। পথিমধ্যে ওই যুবক পুলিশের গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা চালিয়ে একটি পুকুরে ঝাঁপ দেয়। তাৎক্ষনিক পুলিশ ধাওয়া করে পুকুর থেকে আহত যুবককে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন মিশনের পুকুরে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন-স্থানীয়দের কাছে খবর পেয়ে বার্থী তাঁরা মায়ের মন্দিরের একটি ঘর থেকে আহতাবস্থায় চোর সন্দেহে এক যুবককে আটক করে পুলিশ। পরবর্তীতে ওই আহতকে উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হচ্ছিলো।
পথিমথ্যে গৌরনদী বাসষ্ট্যান্ডে বসে যুবক প্রকাশ মজুমদার (২২) গাড়ি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা চালিয়ে স্থানীয় মিশনের পুকুরে ঝাঁপিয়ে পরেন। পরে ওই পুকুর থেকে পুলিশ তাকে (প্রকাশ) উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দিয়ে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, আটককৃত প্রকাশ মজুমদার পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের বিমল মজুমদারের ছেলে। জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা অসংলগ্ন থাকায় বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।