বরিশালে ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর প্রশিক্ষণ কর্মশালা

নিজেস্ব প্রতিবেদক | ২১:২৯, ডিসেম্বর ০৩ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : ভূমিকম্পের আগে ও পরে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো, দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং বিপর্যয়ের পরবর্তী পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা বাড়াতে বরিশালে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে আউটার স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে কর্মসূচিটি শুরু হয়। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে। তিন দিনব্যাপী এই কর্মশালায় ১২০ জন নীতিনির্ধারককে ভূমিকম্পে পরিস্থিতি মোকাবেলা, উদ্ধার ব্যবস্থাপনা ও ঝুঁকি হ্রাসবিষয়ক পৃথক সেশনে প্রশিক্ষণ দেওয়া হয়। মাঠপর্যায়ে কাজ করা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও কর্মীদের সনদও বিতরণ করা হয়। সনদ বিতরণ করেন ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এম খায়ের উদ্দীন। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ থেকে অংশ নেওয়া ৩৭৫ জন মাঠকর্মী, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীকে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা এবং দলভিত্তিক ফিল্ড ট্রেনিং প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে আগামী ৭ ডিসেম্বর সব প্রতিষ্ঠানের সদস্যদের অংশগ্রহণে হবে সম্মিলিত মহড়া। কর্মশালায় উপস্থিত থেকে এরিয়া কমান্ডার মেজর জেনারেল এম খায়ের উদ্দীন বলেন, বরিশাল প্রায়ই বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়। ভূমিকম্পের ঝুঁকিও দীর্ঘদিন ধরে রয়েছে। বড় ধরনের বিপর্যয় যে কোনো সময় নামতে পারে। সেই পরিস্থিতি কিভাবে সামলানো যাবে, তা জানাতেই এই কর্মশালার আয়োজন।