বরিশাল সিটি কর্পোরেশনের নতুন ম্যাজিস্ট্রেট রায়হান-উজ্জামানের যোগদান
নিজেস্ব প্রতিবেদক|২১:১৯, ডিসেম্বর ০৩ ২০২৫ মিনিট
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট পদে রায়হান-উজ্জামান যোগদান করেছেন। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।
সোমবার (১লা ডিসেম্বর ) সকালে বরিশাল সিটি কর্পোরেশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব বুঝে নেন। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রায়হান-উজ্জামান বলেন, নগরবাসীর সেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। আইন-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ দখল উচ্ছেদ, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা ও জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হবে।
বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, নতুন ম্যাজিস্ট্রেটের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে নগর ব্যবস্থাপনায় গতি আসবে এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে। নগরবাসী তার যোগদানকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে বরিশাল শহর আরও পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ নগরীতে পরিণত হবে।’