বরিশালে বেকারি কর্মীকে চাপা দিয়ে পালালো বাস

নিজেস্ব প্রতিবেদক | ২০:৪৫, ডিসেম্বর ০৩ ২০২৫ মিনিট

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল কুদ্দুস খান (৪০) নামের এক বেকারি কারখানার বিক্রয় কর্মী ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার সাউদের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার টরকী বন্দরের একটি বেকারি থেকে রিকশা ভ্যানে মালামাল তুলে বিক্রয়ের উদ্দেশ্যে ভ্যানটি চালিয়ে বেকারি কর্মী আব্দুল কুদ্দুস খান উপজেলার বার্থী বাজারের দিকে যাচ্ছিলেন। রাত ৯টা ১০ মিনিটের দিকে তার রিকশা ভ্যানটি বরিশাল ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপাড় এলাকা অতিক্রম করার সময় পেছন দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তার রিকশা ভ্যানটিকে সজোরে ধাক্কা দিয়ে মহাসড়কের উপর ফেলে দিয়ে দ্রুত চালিয়ে পালিয়ে যায়। এতে রিকশা ভ্যান থেকে ছিটকে মহাসড়কের উপর পড়ে আব্দুল কুদ্দুস খান ঘটনাস্থলে নিহত হন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।